
প্রবাসী ডেক্সঃ
গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিসানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৭ জাপানিকে হত্যার প্রতিবাদে জাপানে বাংলাদেশিরা মানববন্ধন ও শোকসমাবেশ করেছে।
গত রোববার (১০ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টায় প্রশান্ত মহাসাগরের তীরে চিবা কেন, শিমিজু ফুতামা ফ্লাওয়ার পার্কে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করেন ইসলামিক মিশন জাপানে।
শোকসমাবেশ ও মানববন্ধনে জাপানিরা ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা দল ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে প্রবাসী বাংলাদেশি ও দেশের স্বার্থে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ৭ জাপানিসহ হামলার নেপথ্যের নায়কদের খুঁজে বের করার জোর দাবি জানান।
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি ও কমিউনিটি লিডার হাফেজ আলাউদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি নাগরিক আলি আহকাম লিখন,কমিউনিটি লিডার সিরাজুল হক, ব্যবসায়ী আব্দুল মোমেন প্রমুখ।
জাপানিজ ও ইংরেজি ভাষায় লেখা প্ল্যাকার্ডে নিহতদের প্রতি সমবেদনা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান শোভা পায়।
Leave a Reply