
স্থানীয় প্রতিনিধিঃ
ফেনীর ধর্মপুর সরকারি আশ্রয়ণ প্রকল্পে স্বামী ও মাকে বেঁধে রেখে এক গৃহবধূকে (২০) ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে ।
পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, সোমবার রাতে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ওই গৃহবধূর মা ও স্বামীকে বেঁধে ফেলে। এরপর তাদের পাশের রুমে আটকে রেখে গৃহবধূর ওপর পাশবিক নির্যাতন চালায়। ধর্ষণ শেষে ধর্ষকরা যাওয়ার আগে এই ঘটনা প্রকাশ করলে হত্যারও হুমকি দেয়।
স্থানীয় লোকজনের সহায়তায় মঙ্গলবার রাতে নির্যাতিতা গৃহবধূর স্বামী বাদী হয়ে ওই আশ্রয়ণ প্রকল্প এলাকার রফিকের ছেলে মোস্তাফিজ, আনোয়ার হোসেনসহ তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজহারুল হক আরজু ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. এমরান হোসেন জানান, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা ও ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply