
হেডলাইন্স ডেক্সঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ছয় হাজার টাকার জাল নোটসহ দুলাল মাঝি (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রোববার রাত সাড়ে আটটার দিকে বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত দুলাল পটুয়াখালীর আউলীয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের সত্তার মাঝির ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, স্থানীয়রা দুলালকে আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক হাজার টাকার ছয়টি নোটের জাল টাকাসহ তাকে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে দুলাল দীর্ঘ দিন ধরে জাল টাকা ব্যবসার সাথে জড়িত। তার বিরূদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।