
জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৪নং সুলতানাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তিন শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সুলতানাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক খোকন। রোববার তিনি অসহায় মানুষের বাড়িতে এই অর্থ পৌছে দেন। পাশপাশি মানুষের মাঝে মাস্ক বিরতণ করেন তিনি। গরীব দুঃখী মানুষেরা নগদ অর্থ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন।
আওয়ামীলীগ নেতা, সুলতানাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবু বকর সিদ্দিক খোকন বলেন, করোনা ভাইরাস সারা বিশে^ মহামারী আকার ধারন করেছে। এই মহামারী থেকে বাঁচতে বাংলাদেশ সরকার দেশের সব মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। এমতাবস্থায় কর্ম বন্ধ হয়ে যাওয়া মানুষদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। আমি যতটুকু পেরেছি অসহায় মানুষদের সহায়তা করলাম। আমি আশা করি সমাজে যারা বিত্তবান ব্যক্তি আছেন সকলেই যার যার সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন ও ঘরে থাকার আহ্বান জানান।