
এ আর ইব্রাহিম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় আজ ০৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলার তারাবো পৌরসভার শিল্প মালিকদের উদ্যোগে বরাবো খেলার মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন মের্সাস আব্দুল্লাহ স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। বক্তব্য রাখেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, মেসার্স আশরাফি টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, মেসার্স দেলোয়ার টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসাইন খন্দকার (দোদুল), উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া প্রমুখ।
পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের হাতে শিল্প মালিকদের পক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। রেডিও, টেলিভিশন ও চলচিত্রের শিল্পিদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।