
নিউজ ডেক্সঃ
জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলার দায়ে বাদীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন। একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধর্ষণের অভিযোগ এনে, ২০১৪ সালের ২২ এপ্রিল মামলা করেন এক নারী। পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দেয়। এতে বাদী নারাজি দিলে আদালত তা আমলে নেয়। পরে সাক্ষ্যগ্রহণ শেষে, বাদীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
সুত্রঃ চ্যানেল২৪