
আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
কাপাসিয়া ডেন্টাল এসোসিয়েশন ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠনশ করা হয়েছে। গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া বাজারের একটি রেষ্টুরেন্টে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কাপাসিয়া উপজেলা বিভিন্ন স্হানে কর্মরত দন্ত চিকিৎসা সেবায় নিয়োজিত ডেন্টিসদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
কাপাসিয়া বাজারের যুথী ডেন্টাল কেয়ারের ডেন্টিস এমদাদুল হক কে সভাপতি, মুকুল ডেন্টাল, চশমা বিতানের ডেন্টিস মুকুল সিকদারকে সাধারণ সম্পাদক, হালিম ডেন্টাল হলের ডেন্টিস এস ডি কাওসার কে কোষাধ্যক্ষ ও মুঈন ডেন্টাল কেয়ারের দীন মোহাম্মদ কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হয়।