
এ আর ইব্রাহীম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এলাকায় মোটরসাইকেল আরোহী ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোবারক হোসেন (৩৮) ও সহ-সভাপতি আব্দুল করিম মিয়া (৪৮) ঘটনাস্থলে নিহত হন। সিলেটগামী মালবাহী কভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-ট-১৮-৪৩-৬১) ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোবারক হোসেন ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে এবং আব্দুল করিম মিয়া সোনাবো এলাকার আব্দুর রহমান মাতাব্বরের ছেলে।
ভুলতা ফাড়িঁর ইনচার্জ আনিচুর রহমান বলেন, ঘটনায় ঘাতক কভার্ডভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটককৃত চালক আহ্সান উল্লাহ (৫৫) কুমিল্লাহ জেলার নাঙ্গলকোট থানার কাঠের তলা এলাকার মৃত হাফেজ আলীর ছেলে ও হেলপার সিয়াম হোসেন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার টুরালিয়া এলাকার ইউসুফ রুস্তমের ছেলে।