
নিউজ ডেক্সঃ
দেশে আসলো ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ‘কোভিশিল্ড’। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পৌঁছায়, হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
প্রথম চালানে এসেছে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২টি ডোজ। যা ভারত সরকারের শুভেচ্ছা উপহার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাভার্ড ভ্যানে কোরে সংরক্ষণের জন্য দুটি স্থানে রাখা হবে এই টিকা।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আনুষ্ঠানিকভাবে টিকা তুলে দেয়া হবে, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের হাতে।