
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৮ টা থেকে যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ৪র্থ ধাপের এ পৌরসভায় ভোট নেয়া হবে ব্যালটের মাধ্যমে।
সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারের ব্যাপক সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা গেছে প্রতিটি কেন্দ্রে। নির্বাচনী এলাকায় তৎপর রয়েছে ম্যাজিষ্ট্রেট, বিডিআর, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। প্রার্থীরা হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাংবাদিক নিমাই সরকার, বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আলীমুজ্জামান সেলু সহ আ.লীগের বিদ্রোহী ৩জন এবং স্বতন্ত্র থেকে ২জন।
তৃতীয় শ্রেনির এই পৌরসভায় ৮ হাজার ৬ শত ৬৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে মেয়র পদে ৭ জন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।