
এ আর ইব্রাহীম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারীরা এখন আর অবহেলিত নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। দেশ বিদেশে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তারা অবদান রেখেই চলছে। গতকাল ১৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ক্লাবে নারী উদ্যোগতাদের সংগঠন ওমেন এন্ড ই-কমার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসম কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দরাই স্বামী, ওমেন এন্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাছিমা আক্তার নিশা, সংগঠনের উপদেষ্টা কবির সাকিব, সিল্কো গ্লোবাল লিমিটেডের সভাপতি সৌম্য বসু, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা প্রমুখ।