
মোঃ ফরহাদ হোসেন
শপথ নিলেন মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
বিভাগীয় কমিশনার প্রথমে মেয়রদের শপথবাক্য পাঠ করান। এবার প্রথম বারের মতো শপথবাক্য পাঠ করেন বারাইয়ারহাট পৌরসভার নর্বনির্বাচিত মেয়র রেজাউল করিম খোকন, পুনরায় নির্বাচিত দ্বিতীয় বারের মতো শপথবাক্য পাঠ করেন মো. গিয়াস উদ্দিন। এছাড়াও সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করানো হয়।