
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরাতে বুলেট উপেক্ষা করে নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, সেমিনার ও সভা-সমাবেশ করে কোনো লাভ হবে না। সরকারকে বিদায় করার একমাত্র পথ ঐক্যবদ্ধ আন্দোলন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, ‘আমরা যদি একবার সাহস করে রাস্তায় নামি তাহলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লাখো মানুষের ঢল নামবে। এতে সরকার বিদায় নিতে বাধ্য হবে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে সব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান খন্দকার মাহবুব। তবে তিনি বলেন, ‘একজন আইনজীবী হিসেবে আমি এসব মামলা প্রত্যাহার চাই না, বিচারের মুখোমুখি হতে চাই।’
খালেদা জিয়ার বিরুদ্ধে কেন এসব মামলা হয়েছে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এক-এগারোর সময় থেকে এসব মামলা দেওয়া শুরু হয়, আওয়ামী সরকারের সময়েও মামলা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তারা ভুল করেছে। মামলা দিয়ে তাকে নাস্তানাবুদ করা যাবে না।’
Leave a Reply