
ইতিহাস;
অ্যাটিকেট বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানসন এর ভাষ্যমতে, রাজপরিবারের ঐতিহ্য ধরে রাখতে খাটো প্যান্ট ও হাঁটু পর্যন্ত মোজা পরে প্রিন্স
জর্জ। ১৬০০ শতাব্দী থেকে এই ধারা চালু করেছে ব্রিটিশ রাজপরিবার। প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারিও পরতেন। ব্রিটিশ রাজপরিবারের
পারিবারিক চিত্রকর্ম দেখলে বিষয়টা বোঝা যায়। সেখানে প্রায় সব ছবিতেই দুই বছর বয়সের ছেলেশিশু ও তার থেকে ছোট বয়সের
মেয়েশিশুরা গাউন পরে আছে। ১৭০০ ও ১৮০০ শতাব্দীতেও তিন-চার বছরের ছেলেশিশুরা ‘ব্রিচেস’ নামের একধরনের খাটো প্যান্ট
পরত। সেই চল এখনো আছে। প্রাপ্তবয়স্ক হওয়ার পরই ট্রাউজার পরতে পারেন তাঁরা। শুধু রাজপরিবারে নয়, ১৮০০ শতাব্দী থেকে
ব্রিটিশ অভিজাত পরিবারগুলোতেও এই চল শুরু হয়।
Leave a Reply