
লাইফষ্টাইল ডেক্সঃ
চারিদিকে শুধু পাকা আম। আর তাই পাকা আম ও পেঁয়াজ কুচি দিয়ে তৈরি করে ফেলুন চমৎকার সালাদ। স্বাস্থ্যকর সালাদটি ডেজার্ট হিসেবে রাখতে পারবেন খাবার টেবিলে।
জেনে নিন কীভাবে তৈরি করবেন পাকা আমের সালাদ
উপকরণ
পাকা আমের টুকরা- ১ কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
লেবুর রস- ১ চা চামচ
কারি পাতা কুচি- কয়েকটি
ধনিয়া পাতা কুচি- কয়েকটি
গোলমরিচ গুঁড়া- সামান্য
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে পাকা আমের টুকরা ও পেঁয়াজ কুচি মেশান। মরিচ গুঁড়া, লবণ, কারি পাতা কুচি, লেবুর রস ও ধনিয়া পাতা কুচি মেশান। গোলমরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন মজাদার আমের সালাদ।
Leave a Reply