
জেলা প্রতিনিধিঃ
লালামনিরহাট: টানা ৪০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ নেতা-কর্মী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে। পরে বিক্ষুব্ধ জনগণ বিদ্যুৎ অফিসে ভাঙচুর চালায়। এতে পল্লী বিদ্যুৎ অফিসের তিন লাইনম্যান আহত হয়।
রোববার (১২ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত পৌর শহরের চৌরঙ্গী ও হাড়িভাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে টায়ারে আগুন জ্বালিয়ে ছাত্রলীগ ও তরুণ লীগের কর্মীরা পাটগ্রাম শহরে বিক্ষোভ প্রদর্শন করে বিদ্যুৎ অফিস ও মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে।
পাটগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক উপ-বিভাগী প্রকৌশলী সাইফুল ইসলাম মণ্ডল জানান, লালমনিরহাট-পাটগ্রাম বিদ্যুৎ সঞ্চালন গ্রিড লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরো ২৪ ঘণ্টা সময় লাগবে।
Leave a Reply