
ইতালিতে বিএনপির দু’গ্রুপের ধস্তাধস্তিতে সংবাদ সম্মেলন পণ্ড হয়েছে। ৮ জুলাই শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। ধস্তাধস্তির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, বতমান কমিটি রাজ্জাক-নাছিরের তোপের মুখে পড়ে সাবেক কমিটি ছোটন-খন্দকার গ্রুপের পূর্বঘোষিত সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়। নির্ধারিত ওই সংবাদ সম্মেলন ডাকেন ছোটন-খন্দকার গ্রুপ। তবে বিভিন্ন অনিয়মের অভিযোগে অব্যহতি দেওয়া হয়েছিল। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ অসম্মেলনের আহবান করেন। এই খবর অপর গ্রুপ রাজ্জাক-নাছির পাওয়ার পর তারা লোকজন নিয়ে আগেই সুন্দরবন রে্টেুরেন্টে অবস্থান করেন। এরপর সংবাদ সম্মেলন করতে প্রবেশের সময় উভয় গ্রুপের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপে উত্তেজনা বাড়তে থাকে। ঘটনা চরম আকার ধারণ করলে কিছুক্ষণের মধ্যেই পুলিশের কয়েকটি গাড়ি এসে চারিদিক ঘেরাও করে রাখে। পরে উভয় গ্রুপের কাছে ঘটনার বিবরণ জানতে চায় পুলিশ। উভয় পক্ষের কথা শুনে পুলিশ সেখানে এই ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন।
এ ব্যপারে সাবেক কমিটির ছোটন-খন্দকার গ্রুপের দাবি, ‘অবৈধভাবে আমাদের নির্বাচিত কমিটিকে সাবেক আন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান বাদ করেছে। আমরা এই অবৈধ আদেশ মানিনা। তারা সাংগঠনিক নিয়ম মেনে দলের কাযক্রম পরিচালনা করছে।’
অন্যদিকে বতমান কমিটির রাজ্জাক-নাছির গ্রুপের দাবি, কেন্দ্রের নিদেশ আমরা পালন করছি। বৈধভাবে আমরা সকল কমকাণ্ড চালিয়ে যাচ্ছি। তাই কেন্দ্র থেকে বহিস্কৃত কমিটির কোনো ভিত্তি নেই। বহিস্কৃত কমিটি ইতালি বিএনপির সাংগঠনিক প্যাড্ ব্যবহার করার কোনো অধিকার নেই। দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টি না করে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করার আহবান করেন তারা।
Leave a Reply